fbpx

চীনের পাঁচ লাখ টিকা পাবেন যারা

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

চীন থেকে আনা সিনোফার্মের পাঁচ লাখ ডোজ টিকা দেওয়া হবে মেডিকেল, নার্সিং কলেজের শিক্ষার্থী এবং মেডিকেল টেকনোলজিস্টদের। বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের সাপ্তাহিক স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক অধ্যাপক নাজমুল ইসলাম।

তিনি বলেন, ‘যাদেরকে আমরা এই টিকাগ্রহণ তালিকায় অগ্রাধিকার দেবো- তারা হচ্ছেন মেডিকেল শিক্ষার্থী, নার্সিং শিক্ষার্থী এবং মেডিকেল টেকনোলজিস্ট হিসেবে পড়াশোনা করছেন। যারা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে রোগীদের সেবাকাজে অংশগ্রহণ করছেন। আমাদের যে মানবসম্পদ আছে তাতে বাড়তি একটি শক্তি সংযুক্ত হবে।‘

চীন থেকে টিকা আসায় টিকাদান কার্যক্রম আবারও গতিশীল হবে উল্লেখ করে স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক জানান, ‘টিকার এই সংখ্যাটি কিন্তু অনেক বেশি নয়। তাদের আমরা একই দিনে দেব না, ভাগে ভাগে দেব। তাহলে কিন্তু আমরা তিন-চার দিন অনেক বেশি সময় ধরেই কার্যক্রম চালাতে পারব।‘

চীন থেকে টিকা কেনার জন্য আলোচনা চলছে জানিয়ে নাজমুল ইসলাম বলেন, ‘আমরা মনে করি, বন্ধুপ্রতিম চীনের কাছ থেকে দ্রুত সাড়া পাব। আশা করি, সেটি হলে খুব দ্রুতই আমরা প্রথম ডোজের ভ্যাকসিন কার্যক্রম যেটি বন্ধ হয়েছে, তা চালু করতে পারব। এই প্রক্রিয়া ঈদের পর শুরু হবে। কাজেই আমরা হাতে যথেষ্ট সময় পাব।‘

বুধবার সকালে বাংলাদেশ বিমানবাহিনীর একটি উড়োজোহাজে চীনের উপহার স্বরুপ পাঁচ লাখ টিকার ওই চালান দেশে আসে। এর পরই রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন ও স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের হাতে আনুষ্ঠানিকভাবে টিকা তুলে দেন চীনের রাষ্ট্রদূত লি জিমিং।

Advertisement
Share.

Leave A Reply