fbpx

চুক্তিভিত্তিক ব্যাংকারদের প্রভিডেন্ট ফান্ড ও গ্র্যাচুইটি না দেয়ার নির্দেশ!

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

বাংলাদেশ ব্যাংক এবার দেশের ব্যাংকগুলোতে চুক্তিভিত্তিক ব্যাংকারদের অবসরকালীন সুবিধা যেমন প্রভিডেন্ট ফান্ড ও গ্র্যাচুইটি না দেয়ার নির্দেশ দিয়েছে।

কেন্দ্রীয় ব্যাংক গতকাল (১৫ মে) এক বিজ্ঞপ্তি প্রকাশ করে এ নির্দেশনা জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশে এমন কিছু ব্যাংক রয়েছে যারা চুক্তিভিত্তিতে নিয়োগ দেওয়া কর্মীদেরকেও এসব সুবিধা দিচ্ছে, যা ব্যাংকিং খাতের মানবসম্পদ নীতিমালার পরিপন্থী।

বাংলাদেশের ব্যাংকিং নীতিমালা আনুযায়ী, ব্যাংকিং খাতের কর্মীরা ৫৯ বছর বয়স পর্যন্ত কাজ করতে পারবেন। এরপর তাদেরকে বাধ্যতামূলকভাবে অবসর নিতে হবে। তবে ব্যাংক চাইলে অবসরপ্রাপ্ত কর্মীদের বয়স ৬৫ বছর না হওয়া পর্যন্ত তাদেরকে চুক্তিভিত্তিতে নিয়োগ দিতে পারবে।

বাংলাদেশ ব্যাংকের সূত্র থেকে জানা গেছে তাদের কাছে অভিযোগ এসেছে, কিছু ব্যাংক চুক্তিভিত্তিতে নিয়োগ দেওয়া অবসরপ্রাপ্ত কর্মীদেরকেও প্রভিডেন্ট ফান্ড ও গ্র্যাচুইটি সুবিধা দিচ্ছে। যা সম্পূর্ণ নীতিমালা বর্হিভূত কাজ।

বাংলাদেশ ব্যাংক বলছে , ‘গ্র্যাচুইটি ও প্রভিডেন্ট ফান্ড শুধু মাত্র ব্যাংকের নিয়মিত কর্মকর্তারাই পাবেন, যারা ৫৯ বছর বয়সে অবসর নেবেন বা তার আগেই চাকরি ছাড়বেন’।

Advertisement
Share.

Leave A Reply