fbpx

চোখের সাজে কাজল

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

বাঙালি মেয়েদের কাছে চোখের সাজে কাজল ভালোবাসার স্থানে আছে।চোখের সাজ বলতেই বাঙালি মেয়েদের কাছে কাজল সবার উপরের স্থানে। খুব কম মেয়েই আছে যারা ঘর থেকে বের হোন চোখে কাজল না দিয়েই।মেকআপ করুক বা না করুক, কাজল ছাড়া নারী কল্পনাই করা যায়না।তবে কাজল যেমন আমাদের চোখকে সুন্দর করতে সাহায্য করে তেমনই সঠিক উপায় কাজল ব্যবহার না করলে বরং চোখর সৌন্দর্য নষ্ট হয়ে যায়। তাই জেনে নেই কিছু পদ্ধতি-

চোখের সাজে কাজল

-মেকআপ শুরু করার আগে চোখে  ভাল করে টিস্যু পেপার কিংবা পরিষ্কার রুমাল দিয়ে মুছে নিন। একটি সুতির রুমালে বরফ নিয়ে, তা দিয়ে চোখে ও তার চারপাশে হালকা করে মালিশও করুন। এতে ঘাম, অতিরিক্ত তেল দূর হয়ে যাবে। লেপ্টে যাবে না তাহলে।

-কাজল লাগানোর আগে কিন্তু প্রাইমার লাগাতে ভুলবেন না।

চোখের সাজে কাজল

-কাজল দেওয়ার পর কালো রঙের আইশ্যাডো দিয়ে দিন এর ওপর। ছড়িয়ে যাওয়ার ভয় থাকবে না।

-পেন্সিল টাইপের কাজল ছড়ায় বেশি পরিমাণে, ভালো হয় লিকুইড কাজল ব্যবহার করলে।

-কাজল অবশ্যই ভালো মানের হতে হবে। কখনোই খারাপ কোনো প্রসাধনী ব্যবহার করা যাবে না।

চোখের সাজে কাজল

-চোখ ছোট হলে  মোটা করে কাজল লাগাবেন না। এতে চোখ আরও ছোট দেখাবে।

– চোখের আশেপাশের স্থানে পাউডার দিয়ে নিতে হবে। পাউডার লাগানো হলে ত্বক একটুও তৈলাক্ত হলে সেটা শুকিয়ে যাবে।

Advertisement
Share.

Leave A Reply