fbpx

চোরে শোনে না ধর্মের কাহিনী: মির্জা আব্বাস

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সুচিকিৎসা পাচ্ছেন না অভিযোগ করে দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, ‘আমরা উনার (খালেদা জিয়া) চিকিৎসার কথা বলেছি, আমরা বিদেশে নেওয়ার কথা বলেছি, আমরা অনুরোধ করেছি। কিন্তু চোরে না শোনে ধর্মের কাহিনী।‘

মঙ্গলবার নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলের নির্বাহী কমিটির সদস্য নিপুণ রায় চৌধুরীর মুক্তির দাবিতে এক প্রতিবাদ সমাবেশে একথা বলেন তিনি।

নিপুন রায়কে অন্যায়ভাবে আটক করে রাখা হয়েছে দাবি করে মির্জা আব্বাস বলেন, ‘একদিন এদেশের মানুষ রাস্তায় নামবে এবং এই সরকারের তখতে তাউস টুকরো টুকরেো হয়ে যাবে। নিপুণ রায় চৌধুরীর মত হাজার লক্ষ কর্মী মুক্তি পাবে।‘

দেশ একটি পুতুল সরকার চালাচ্ছে অভিযোগ করে মির্জা আব্বাস বলেন, ‘এদেশ সম্ভবত আওয়ামী লীগ চালাচ্ছে না, একটা পুতুল সরকার এদেশে বসা আছে, তারাই চালাচ্ছে। কারো নির্দেশ মত কোনো গোষ্ঠী, কোনো প্রতিষ্ঠান, কোনো সংস্থা কিংবা সবাই একত্রিতভাবে ঐক্যবদ্ধভাবে নিজেদের গা বাঁচানোর জন্য এই আওয়ামী লীগ নামক পুতুলটিকে টিকিয়ে রেখেছে।‘

বিএনপির এই নেতা আরও বলেন, ‘এমন কোনো সংস্থা নাই, এমন কোনো প্রতিষ্ঠান নাই, এমন কোনো ব্যক্তি নাই যারা চুরি-ডাকাতি-লুট করে নাই। সরকারি- বেসরকারি প্রতিষ্ঠানের কর্মচারীরা হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করছে।‘

‘আমি বলতে চাই ওদেরও বিচার হবে। এত খুন, এত লুট, এত গুম- এরও বিচার হবে। যদি আওয়ামী লীগ ক্ষমতায় না থাকে, তাদের বিচার হবে। সে সমস্ত বিচারের ভয়ে আজকে একটা গোষ্ঠী এই সরকারকে টিকিয়ে রেখেছে বলেও অভিযোগ করেন স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

Advertisement
Share.

Leave A Reply