fbpx

জম্মু-কাশ্মীরে নির্বাচনের প্রতিশ্রুতি দিলেন নরেন্দ্র মোদী

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

জম্মু-কাশ্মীরে শিগগিরই নির্বাচন দেয়ার পরিকল্পনা করছে ভারত সরকার। বৃহস্পতিবার দিল্লিতে কাশ্মীরের নেতাদের সাথে বৈঠকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এ কথা জানান।

মোদী বলেন, নির্বাচনী কেন্দ্রের পুনর্বিন্যাসের কাজ শেষ হলেই বিধানসভার ভোট গ্রহণ হবে। এ প্রক্রিয়ায় সব দলকে অংশ নেয়ার আহ্বান জানান মোদী।

২০১৯ সালে জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিলের পর এটাই প্রাধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে আঞ্চলিক নেতাদের প্রথম বৈঠক।

প্রধানমন্ত্রী বলেন, সরকার জম্মু-কাশ্মীরকে রাজ্যের পূর্ণ মর্যাদা ফিরিয়ে দেয়ার বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ।

সর্বদলীয় বৈঠকে অংশ নেন কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ ও মেহবুবা মুফতিও।

বৈঠকের পর ন্যাশনাল কনফারেন্সের নেতা ওমর আবদুল্লাহ জানান, ২০১৯ সালের ৫ আগস্টের সিদ্ধান্ত তারা মানেন না। তিনি বলেন, দিল্লির মত কেন্দ্রশাসিত অঞ্চল করে রেখে বিধানসভা নির্বাচন করলে হবে না। তাই কাশ্মীরকে রাজ্যের মর্যাদা ফিরিয়ে দেয়ার পরই বিধানসভার নির্বাচনের দাবি জানান তিনি।

কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিলের বিরোধীতা করেছেন পিডিপি নেত্রী মেহবুবা মুফতি। তিনি বলেন, আস্থা ও বিশ্বাস ফেরাতে হলে ৩৭০ অনুচ্ছেদে ফিরে যেতে হবে।

Advertisement
Share.

Leave A Reply