fbpx

জরুরি প্রয়োজন ছাড়া ভারতে যেতে মানা করলেন বিক্রম দোরাইস্বামী

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

জরুরি প্রয়োজন ছাড়া বাংলাদেশি নাগরিকদের ভারতে যেতে বারণ করেছেন ঢাকায় ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী। রবিবার (৯ জানুয়ারি) রাজধানীর মহাখালীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট হাসপাতালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

এদিন সকালে কূটনীতিকদের টিকার বুস্টার ডোজ দেওয়ার কর্মসূচি উদ্বোধন করা হয়। কূটনীতিকদের টিকার বুস্টার ডোজ কর্মসূচির উদ্বোধন করেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। এ সময় অন্য কূটনীতিকদের সঙ্গে ভারতীয় হাইকমিশনারও টিকা নেন।

টিকা নেওয়ার পর বিক্রম দোরাইস্বামী বলেন, ভারতে ওমিক্রনের সংক্রমণ বাড়ছে। সে কারণে জরুরি প্রয়োজন ছাড়া বাংলাদেশি নাগরিকদের ভারতে ভ্রমণ না করাই ভালো। তবে ভারতে যাওয়ার জন্য স্থলবন্দর খোলা থাকবে। ভিসাও চালু থাকবে বলে জানান তিনি।

Advertisement
Share.

Leave A Reply