fbpx

জাজিরা প্রান্তে পদ্মা সেতুর ফলক উন্মোচন

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

মুন্সীগঞ্জের মাওয়া প্রান্তে উদ্বোধনের পর জাজিরা প্রান্তে পদ্মা সেতুর ফলক উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে তিনি জাজিরা প্রান্তে সেতুর ফলক ও মুর‌্যাল উন্মোচন করেন। এর কিছুক্ষণ আগে তিনি মাওয়া প্রান্তে পদ্মা সেতু উদ্বোধন করেন।

বেলা সাড়ে ১২টার দিকে প্রধানমন্ত্রীর গাড়িবহর জাজিরা প্রান্তে পৌঁছায়। সেখানে প্রথমে মোনাজাত হয়। এরপর  ‘পিতা ও কন্যা’ থিমের মুর‌্যাল-২’ ও সেতুর ফলক উন্মোচন করেন প্রধানমন্ত্রী। এ সময় সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, তার অর্থনৈতিক উপদেষ্টা মশিউর রহমান, জাতীয় সংসদের চিফ হুইপ নূরে আলম চৌধুরীসহ অতিথিরা উপস্থিত ছিলেন।

এর আগে সকাল ১০টার দিকে প্রধানমন্ত্রী মাওয়ায় সমাবেশে অংশ নিয়ে সেতুর ফলক ও ‘পিতা ও কন্যা’ থিমের মুর‌্যাল-১ উন্মোচন করেন।

উদ্বোধন অনুষ্ঠানস্থল থেকে তিনি গাড়িবহরে করে সেতুতে ওঠেন। সেতুর মাঝামাঝি এসে প্রধানমন্ত্রী ও তার গাড়িবহর সেতুতে নামে। সে সময় বিমানবাহিনীর কয়েকটি উড়োজাহাজ আকাশে ডিসপ্লে করে।

Advertisement
Share.

Leave A Reply