fbpx

জাতীয় চলচ্চিত্র পুরস্কারের পর কঙ্গনার হাতে পদ্মশ্রী

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

ভারতের পদ্মশ্রী পুরস্কার প্রাপ্তদের নামের তালিকা গত বছরের ২৬ জানুয়ারি ঘোষণা করা হয়েছিল। অবশেষে সোমবার (৮ নভেম্বর) প্রাপকদের হাতে সম্মাননা তুলে দিলেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।

দিল্লির রাষ্ট্রপতি ভবনে আয়োজিত বর্ণাঢ্য অনুষ্ঠানে এদিন হাজির ছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

২০২০ সালে ভারতে ৭ জনকে পদ্মবিভূষণ, ১৬ জনকে পদ্মভূষণ এবং ১১৮ জনকে পদ্মশ্রী পুরস্কার প্রদান  করা হয়েছে। বিনোদন জগতে পদ্মশ্রী পেয়েছেন কঙ্গনা রানাওয়াত, করণ জোহর, একতা কাপুর এবং আদনান সামিদের মতো তারকারা।

কঙ্গনা কয়েকদিন আগেই পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। এবার তার হাতে উঠলো পদ্মশ্রীর মতসম্মানীয় পুরস্কার।

অন্যদিকে বছরখানিক আগে ভারতের নাগরিকত্ব পাওয়া আদনান সামিকে পদ্মশ্রীর মত পুরস্কার দেওয়া হল।

উল্লেখ্য, এদিন করণ জোহর এবং একতা কাপুরকে পুরস্কার নিতে দেখা যায়নি। পরবর্তী আয়োজনে হয়তো তাদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে।

এমনকি, প্রয়াত সংগীতশিল্পী এসপি বালাসুব্রহ্মণ্যমের পরিবারের হাতে পদ্মশ্রী পদক তুলে দেওয়া হয়।

Advertisement
Share.

Leave A Reply