fbpx

জানুয়ারিতে পোশাক শ্রমিকরা সবচেয়ে বেশি কর্মব্যস্ত ছিলেন

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

করোনাভাইরাস মহামারি শুরুর পর থেকে চলতি বছরের জানুয়ারি মাসে পোশাক শ্রমিকরা সবচেয়ে কর্মব্যস্ত সময় কাটিয়েছেন। এ সময় নারী শ্রমিকরা গড়ে ১২ হাজার টাকা বেতন পেয়েছেন। আর পুরুষ শ্রমিকরা পেয়েছেন ১৩ হাজার টাকা।

সাউথএশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিং (সানেম) ও যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান মাইক্রোফাইন্যান্স অপরচুনিটিজ (এমএফও) বাংলাদেশের গার্মেন্টস শ্রমিকদের জীবনমানের উপর পরিচালিত এক গবেষণায় এ তথ্য উঠে এসেছে।

‘গার্মেন্ট ওয়ার্কার ডায়েরিজ’ শীর্ষক এই গবেষণায় ২০২০ সালের এপ্রিল থেকে ধারাবাহিকভাবে প্রতি সপ্তাহে ১ হাজার ৩০০ জন নির্বাচিত পোশাক শ্রমিকের তথ্য সংগ্রহ করা হয়েছে।
পাঁচটি গার্মেন্টস শিল্পঘন এলাকা ঢাকা, সাভার, নারায়ণগঞ্জ, গাজীপুর ও চট্টগ্রামে কর্মরত শ্রমিকদের গবেষণায় নেওয়া হয়েছে। জরিপের অন্তর্ভুক্ত শ্রমিকদের তিন-চতুর্থাংশ নারী, যা বাংলাদেশের পোশাক শিল্পের শ্রমখাতের প্রতিফলন।
গত জানুয়ারি মাসের ২৭ কর্মদিবসে শ্রমিকরা গড়ে ২৯৫ ঘণ্টা সময় কারখানায় কাটিয়েছেন। দুপুরের খাবারের জন্য নির্ধারিত এক ঘণ্টা সময় বাদে, শ্রমিকরা গড়ে জানুয়ারি মাসে ২৬৮ ঘণ্টা সময় কাজ করেছেন। খাবারের জন্য নির্ধারিত এক ঘণ্টা সময় বাদে নারী শ্রমিকরা জানুয়ারি মাসে গড়ে ২৬৭ ঘণ্টা কাজ করেছেন এবং পুরুষ শ্রমিকরা গড়ে ২৭০ ঘণ্টা কাজ করেছেন। ফেব্রুয়ারি মাসের ২৪ কর্মদিবসে গড়ে শ্রমিকরা ২৫৯ ঘণ্টা সময় ফ্যাক্টরিতে কাটিয়েছেন। খাবারের জন্য নির্ধারিত এক ঘণ্টা সময় বাদে ফেব্রুয়ারি মাসে শ্রমিকরা গড়ে ২৩৫ ঘণ্টা কাজ করেছেন। খাবারের জন্য নির্ধারিত এক ঘণ্টা সময় বাদ দিলে নারী শ্রমিকরা ফেব্রুয়ারি মাসে গড়ে ২৩৪ ঘণ্টা এবং পুরুষ শ্রমিকরা গড়ে ২৩৫ ঘণ্টা কাজ করেছেন।

Advertisement
Share.

Leave A Reply