fbpx

জামিনে মুক্তি পেয়েই ৫ সিনেমার ঘোষণা দিলেন অনন্য মামুন

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

‘নবাব এলএলবি’ সিনেমায় পুলিশকে নিয়ে অশালীন সংলাপের অভিযোগে গত ২৪ ডিসেম্বর গ্রেফতার হন অনন্য মামুন। বর্তমানে তিনি জামিনে আছেন।

জামিনে মুক্তি পেয়ে কারাগার থেকে বের হয়েই অনন্য মামুন ৫টি সিনেমার ঘোষণা দেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন ছবির ঘোষণা ও নিজের গ্রেফতার প্রসঙ্গে কথা বলেন এই নির্মাতা। তিনি তার পোস্টে লিখেন, ‘কথা টা ক্লিয়ার করে বলি, পরিচালক সমিতির সদস্যপদ না থাকলে সিনেমা বানাতে পারবো না কথাটি সত্য নয়, পরিচালক সমিতির সদস্য পদ না থাকলে আমি পরিচালক সমিতির সুযোগ সুবিধা পাবো না, ২০১৬ সালে অস্তিত্ব সিনেমায় অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পায় নুসরাত ইমরোজ তিশা , এবং ২০১৯ সালে তারিক
আনম খান জাতীয় পুরস্কার পান আবার বসন্ত সিনেমার জন্য , সিনেমাগুলো আমার পরিচালনায়। ইনশাআল্লাহ এবার নবাব এলএলবি সিনেমাতেও অনেক পুরস্কার আসবে।’

উল্লেখ্য, চিত্রনাট্যকার হিসেবে ২০০০ সালে ফিল্ম ক্যারিয়ার শুরু করেছিলেন অনন্য মামুন। ২০১২ সালে পরিচালনায় নামেন তিনি। এরপর নির্মাণ করেছেন প্রায় দশটি সিনেমা। সর্বশেষ তিনি ‘নবাব এলএলবি’ নির্মাণ করেছেন।

https://www.facebook.com/bbsbangla.news/videos/873698793366309

Advertisement
Share.

Leave A Reply