fbpx

জায়েদীর প্রথম কবিতার বই ‘আজকে আমায় চুমুর নেশায় পেয়েছে’

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

একুশে বই মেলা ২০২৩ এ প্রকাশিত হয়েছে তরুণ নির্মাতা ও কবি রাসেল জায়েদীর প্রথম কবিতার বই ‘আজকে আমায় চুমুর নেশায় পেয়েছে’।

চার রঙ্গা এই বইটির প্রচ্ছদ করেছেন মাহামুদুল ম্যাক্স। অলঙ্করণ করেছেন হেলাল সম্রাট। জাগতিক প্রকাশনীর এই বইটির মূল্য ধরা হয়েছে ২৪০টাকা। বইমেলার ৭২ নম্বর স্টলে পাওয়া যাবে বইটি।

৩০টি প্রেমের কবিতা ও গান দিয়ে সাজানো বইটি নিয়ে রাসেল জায়েদী বলেন, ‌’কবিতাগুলোকে আমি বলতে চাই মাত্রাতিরিক্ত প্রেমের কবিতা। তরুণ প্রজন্ম এই বই হাতে পেলে খুশি হবে। নিঃসন্দেহে বইটি সবাই পছন্দ করবে।’

বইমেলা শুরুর প্রথম দিন থেকেই বইটি জাগতিক প্রকাশনের স্টলে পাওয়া যাচ্ছে। মেলা শেষে অনলাইনে বইটি বিক্রির জন্য দেওয়া হবে জানান লেখক।

Advertisement
Share.

Leave A Reply