fbpx

জালিয়াতির অভিযোগে সু চিকে ৩ বছরের সশ্রম কারাদণ্ড

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

নির্বাচনে ভোট জালিয়াতির অভিযোগ প্রমাণিত হওয়ায় মিয়ানমারের ক্ষমতাচ্যুত নেত্রী অং সান সু চিকে দোষী সাব্যস্ত করেছেন দেশটির সামরিক আদালত। এই মামলায় তাকে তিন বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।  বিচারপ্রক্রিয়ার সঙ্গে সংশ্লিষ্ট এক সূত্রের বরাতে বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

রয়টার্স জানিয়েছে, ২০২০ সালের সাধারণ নির্বাচনে জালিয়াতি, নির্বাচনী কর্মকর্তাদের হুমকি এবং আইন বহির্ভূত কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে শুক্রবার এই শাস্তির রায় এসেছে।

গণমাধ্যমের সঙ্গে কথা বলার অনুমতি না থাকায় রয়টার্স ওই সূত্রের নাম প্রকাশ করেনি।

রয়টার্স জানিয়েছে, এ মামলায় সু চির সঙ্গে তার দলের নেতা, ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট উয়িন মিন্টকেও একই শাস্তি দেওয়া হয়েছে।

উল্লেখ্য, গতবছর ১ ফেব্রুয়ারি অভ্যুত্থানের মধ্য দিয়ে সু চির নেতৃত্বাধীন নির্বাচিত সরকারকে ক্ষমতা থেকে উৎখাত করে মিয়ানমারের সামরিক বাহিনী। এরপর সু চি ও তার দলের শীর্ষ নেতাদের গ্রেপ্তার করে একের পর এক মামলা দেওয়া হয়। এরপর থেকে তিনি আটক আছেন। দুর্নীতি, উসকানিসহ কয়েকটি অভিযোগে সু চিকে কারাদণ্ড দেওয়া হয়েছে।

Advertisement
Share.

Leave A Reply