fbpx

জাহাজেই সংরক্ষণ বাংলাদেশি নাবিকের মরদেহ

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

ইউক্রেনের কৃষ্ণ সাগরের তীরে আটকা পড়া জাহাজে রকেট হামলায় নিহত বাংলাদেশি নাবিক হাদিসুর রহমানের মরদেহ জাহাজে সংরক্ষণ করা হয়েছে। এছাড়া ইউক্রেনে আটকা পড়া মেরিন ইঞ্জিনিয়ারদের দেশে ফিরিয়ে আনার বিষয়টি যুদ্ধ পরিস্থিতির ওপর নির্ভর করছে বলে জানিয়েছেন নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

সরকার এ বিষয়ে চেষ্টা করে যাচ্ছে বলেও জানান মন্ত্রী। ৩ মার্চ (বৃহস্পতিবার) দুপুরে সচিবালয়ে ইউক্রেনে বাংলাদেশি জাহাজে হামলা ও নাবিকের নিহতের ঘটনায় এক ব্রিফিংয়ে এ তথ্য জানান মন্ত্রী।

ইউক্রেনে থাকা বাংলাদেশের বাণিজ্যিক জাহাজে হামলা করার কথা নয়। তারপরও হামলার ঘটনা ঘটেছে। টার্গেট করে হামলা চালানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে বলেন প্রতিমন্ত্রী।

এ সময় বর্তমানে ইউক্রেনে আটকে থাকা নাবিকদের নিরাপত্তা নিয়ে সরকার চিন্তিত। সেখান থেকে তাদের উদ্ধার বা নিরাপদে রাখতে সব রকমের কূটনৈতিক তৎপরতা চলছে। প্রধানমন্ত্রী পররাষ্ট্র মন্ত্রণালয়কে এক্ষেত্রে নির্দেশনাও দিয়েছেন। জাহাজের অন্যান্য নাবিক ও ক্রুদের জন্য খাদ্য মজুদ আছে বলেও জানান নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ।

Advertisement
Share.

Leave A Reply