fbpx

জাহিদ আকবরের কথায় ‘নন্দিনী’র জন্য গাইলেন ইমরান-কোনাল

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

তরুণ নির্মাতা সোয়াইবুর রহমান রাসেল পরিচালিত ‘নন্দিনী’ চলচ্চিত্রে জনপ্রিয় গীতিকবি জাহিদ আকবরের কথায় ‘মন মেলেছে ডানা’ একটি গানে সম্প্রতি কণ্ঠ দিয়েছেন সময়ের জনপ্রিয় সংগীতশিল্পী ইমরান মাহমুদুল ও সোমনুর মনির কোনাল।

গানটি নিয়ে কোনাল বলেন, ‘প্রথমতো ইমরান টিউন ও কম্পিজিশনে অনেক যত্নশীল। আমরা একসঙ্গে কাজ এনজয় করি। গানটির কথা অনেক সুইট। আরেকটি ভালো লাগার বিষয় হচ্ছে, জাহিদ ভাই (জাহিদ আকবর) আমার ওয়ান অব দ্য বেস্ট ফেভারিট গীতিকার। তার লেখা গানগুলো খুবই ক্লাসিক। ক্লাসিক গান অনেকে লিখলেও জাহিদ ভাইয়ের লেখা শ্রোতারা সহজেই ধরতে পারেন।’

ডুব, মন পাজড়ে, প্রিয়তমা’র মতো ম্যাসিভ সব হিট গানের গীতিকার জাহিদ আকবর গানটি প্রসঙ্গে বলেন, ‘সিনেমার গল্পের সঙ্গে মিশে থাকার গান। যোগ করে তিনি আরও বলেন, প্লেব্যাক করতে গেলে কণ্ঠের অভিনয় জানতে হয়। এই গুণটি কোনালের মধ্যে সবচেয়ে বেশি আছে। সে যখন ফিল্মের জন্য গায়, তখন তার কণ্ঠ থেকে গাওয়ার পাশাপাশি অভিনয় আসে। এখানেই কোনাল অন্যদের থেকে আলাদা।’

পরিতোষ বাড়ৈ’র ‘নরক নন্দিনী’ উপন্যাস অবলম্বনে নির্মিত এ ছবিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন ওপার বাংলার গুণী অভিনেতা ইন্দ্রনীল সেনগুপ্ত এবং এপারের নাজিরা মৌ।

নির্মাতা রাসেল জানান,‘নন্দিনী’ ছবিটির বর্তমানে পোস্ট প্রোডাকশনের কাজ চলছে, শেষ হবে আগামী ফেব্রুয়ারিতে। চলতি বছর বিশেষ উপলক্ষে ‘নন্দিনী’ মুক্তি দেওয়ার পরিকল্পনা আছে আমাদের।’

Advertisement
Share.

Leave A Reply