fbpx

জীবনে বেশ কয়েকবার পড়ে গিয়েছিলাম: মেহজাবিন

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

অপু-নিরব দুজনেই নাচতে গিয়ে পড়ে যাওয়ার ব্যাখ্যা দিয়েছেন আলাদা আলাদাভাবে। কিন্তু মানুষের মুখ কী আর থেমে থাকে…যার যার মত করেই সামাজিক যোগাযোগ মাধ্যমে কথা বলে যাচ্ছেন অনেকেই।

যে কোন সময় যে কারও দুর্ঘটনা ঘটতেই পারে, এমনও বলছেন অনেকে। এর মধ্যে আছেন অভিনেত্রী মেহজাবিনও। এই পড়ে যাওয়া’র গল্পে নিজেকে যুক্ত করলেন ছোট পর্দার এই অভিনেত্রী। নিজের ফেসবুক ওয়ালে গতকাল (১৩ মার্চ) পড়ে যাওয়ার ৪টি ঘটনার বর্ণনা দিয়েছেন মেহজাবিন।

তিনি লিখেছেন, ‘জীবনে বেশ কয়েকবার পড়ে গিয়েছিলাম। বেশ কয়েকটি ঘটনা মনে আছে এখনও। ক্লাস সিক্সে ক্লাসরুমে চেয়ার দিয়ে দোল খাওয়ার চেষ্টা করতে করতে পড়ে গিয়েছিলাম। ৪০-৫০ জন ক্লাসমেটসহ টিচার, সবাই হা করে তাকিয়ে ছিল আমার দিকে।’

২য় পড়ে যাওয়ার ঘটনায় মেহজাবিন লিখেছেন, ‘একটি ফাইভ স্টার হোটেলের রেস্টুরেন্টে বুফে খাচ্ছিলাম। আশপাশে কম করে হলেও ২০০ লোকজন। বুফে টেবিল থেকে খাবার নিয়ে নিজের টেবিলে ফেরার পথে খাবারসহ আমি ফ্লোরে।’

এরপর পড়ে যাওয়ার ৩য় ঘটনায় তিনি লিখেছেন, ‘আরেকটি ছিল ভয়ংকর ঘটনা। শুটিং করছিলাম। এক হাতে মোবাইল ফোন, আরেক হাতে কফি। সিঁড়ি থেকে নামছিলাম ফোনে মেসেজ টাইপ করতে করতে। করলাম স্লিপ। পড়ে গেলাম, কোমরে প্রচণ্ড ব্যথা পেলাম। গরম কফি চাইলে অন্য কোথাও পড়তে পারতো, কিন্তু পড়লো আমার শরীরে। সেদিনের পর থেকে সিঁড়ি দিয়ে নামার সময় ফোনে কিছু লিখবো না, কসম কাটলাম।’

৪র্থ এবং শেষ ঘটনার বর্ণনায় মেহজাবিন মজা করে লিখেছেন, ‘আর সবচেয়ে বেশি যেটায় পড়ি সেটা হলো ‘ঝামেলা’। প্রায় প্রতিদিনই পড়ি।’

পড়ে যাওয়ার চারটি ঘটনার বর্ণনা দিয়েই থামেননি বুদ্ধিমতী মেহজাবিন চৌধুরী। তিনি তার ভক্ত বা সমালোচকদের ছুড়ে দেন আরেকটি চ্যালেঞ্জ। বলেন, ‘আপনারা এবার মনে করার চেষ্টা করুন। জীবনে কতবার পড়ে গিয়েছিলেন। হয়তো অনেক ঘটনাই মনে পড়বে।’

আসলে এসব ঘটনা যে তিনি অপু-নিরবের ভিডিওকে কেন্দ্র করেই লিখেছেন তা বুঝতে কারও অসুবিধা হওয়ার কথা নয়। তিনি হয়তো এটাই বোঝাতে চেয়েছেন, আমরা নিজের বেলায় ষোল আনা বুঝি কিন্তু অন্যের বেলায় ঠিক তার উল্টো। অন্যের পড়ে যাওয়া নিয়ে মজা করার চেয়ে বরং নিজের পড়ে যাওয়ার ঘটনাগুলো মনে করাই উত্তম এটাও হয়তো মনে করিয়ে দিয়েছেন এই অভিনেত্রী।

https://www.facebook.com/eveningshow.bbs/videos/130122549826966

Advertisement
Share.

Leave A Reply