fbpx

জেলায় টানা কর্মসূচিতে যাচ্ছেন বিএনপি নেতারা

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন। খালেদা জিয়ার বিদেশে সুচিকিৎসার দাবিতে আগামীকাল বুধবার থেকে ধারাবাহিক সমাবেশ শুরু করতে যাচ্ছে বিএনপি।

আগামীকাল থেকে ৩০ নভেম্বর পর্যন্ত জেলা পর্যায়ে সমাবেশে অংশ নেবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ শীর্ষ নেতারা। প্রথম দিনে ৬ জেলায় অনুষ্ঠিত হবে সমাবেশ।

এর আগেও দলীয় চেয়ারপারসনের সুচিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবিতে নানা কর্মসূচি পালন করেছে দলটি। তবে এই প্রথম চিকিৎসা ইস্যুতে দেশজুড়ে একযোগে অনুষ্ঠেয় এসব কর্মসূচিতে দলের স্থায়ী কমিটি, সিনিয়র নেতাসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের কেন্দ্রীয় নেতারা অংশগ্রহণ করবেন।

তবে আজ খালেদা জিয়াকে বিদেশে পাঠানোর বিষয়ে শিগগিরই সিদ্ধান্ত হতে পারে বলে জানিয়াছেন আইনমন্ত্রী আনিসুল হক

বিএনপির সূত্র বলছে, আগামীকাল (২২ ডিসেম্বর) বুধবার ছয়টি জেলায় বিএনপির সমাবেশ হবে। টাঙ্গাইলে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, হবিগঞ্জে স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, যশোরে মির্জা আব্বাস, বগুড়ায় গয়েশ্বর চন্দ্র রায়, দিনাজপুরে নজরুল ইসলাম খান, ব্রাহ্মণবাড়িয়ার সমাবেশে আমীর খসরু মাহমুদ চৌধুরী অংশগ্রহণ করবেন।

Advertisement
Share.

Leave A Reply