fbpx

জেলে আরিয়ান খানের পরিচয় ‘কয়েদি নম্বর ৯৫৬’

Pinterest LinkedIn Tumblr +

কয়েকদিন ধরেই বেশ আলোচলায় রয়েছে মাদক মামলায় গ্রেপ্তার হওয়া বলিউড বাদশাহ শাহরুখ খানের পুত্র আরিয়ান খান। জেলবন্দি আরিয়ান অন্যান্য সাধারণ কয়েদিদের মতো পেয়েছে কয়েদি নম্বর, তার নম্বর হলো ৯৫৬’। গতকাল ১৪ অক্টোবর (বৃহস্পতিবার) মুম্বাইয়ের আর্থার রোড জেলে কয়েদিদের নম্বর দেওয়া হয়েছে।

মুম্বাই সেন্ট্রাল জেল তথা আর্থার রোড জেলে গত এক সপ্তাহ ধরে আছেন আরিয়ান। এদিকে মাদক মামলায় গ্রেফতার হওয়া আরিয়ানের জামিনের আবেদন স্থগিত রেখেছে আদালত।

জেলে আরিয়ান খানের পরিচয় ‘কয়েদি নম্বর ৯৫৬’

ছবি: সংগৃহীত

করোনা মহামারির কারণে জেলে প্রবেশের পরেই থাকতে হচ্ছে কোয়ারান্টিন সেলে। তাই জেলের মধ্যেই রয়েছে পৃথক ব্যবস্থা। সেখানেই থাকতে হচ্ছে আরিয়ানকে।

শুধু তাই নয় জেলের খাবারই খেতে হচ্ছে শহরুখ পুত্র আরিয়ানের। এখানে বাইরে থেকে খাবার পাঠানোর নিয়ম নেই। কিন্তু প্রথম কয়েকদিন জেলের খাবার না খেলেও ইদানীং সেই খাবার খেতে বাধ্য হচ্ছেন আরিয়ান।

এছাড়া আর্থার রোড জেলের কয়েদিদের ঘুম থেকে উঠতে হয় ভোর ৬টায়। সেখানে ৭ টার মধ্যে নাস্তা পরিবেশন করা হয়। সকাল ১১টায় দুপুরের খাবার। সন্ধ্যা ৬টার মধ্যে রাতে খাবার খেয়ে নিতে হয়। আর তার পর থেকে বন্ধ হয়ে যায় জেলের ব্যারাক।

Share.

Leave A Reply