fbpx

টিকায় কমবে সংক্রমণ: বলছে গবেষণা

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

করোনাভাইরাসের প্রতিষেধক হিসেবে মর্ডানা, ফাইজার ও অ্যাস্ট্রাজেনেকার এক ডোজ টিকাই সংক্রমণ ৮০  শতাংশ কমিয়ে দিয়েছে বলে ইতালির এক গবেষণায় উঠে এসেছে।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, শনিবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এবং ন্যাশনাল ইনস্টিটিউট অব হেলথ (আইএসএস) এর যৌথ গবেষণার ফল প্রতিবেদন আকারে প্রকাশ করেছে।

সেখানে দেখা যায়, প্রাথমিক টিকাদানের প্রথম দুই সপ্তাহ পর করোনাভাইরাসের সংক্রমণ, হাসপাতালে ভর্তি হওয়া রোগির সংখ্যা এবং মৃত্যুর ঘটনা কমে এসেছে।

গবেষণায় দেখা যায়, ইতালিতে টিকার প্রথম ডোজ দেওয়ার ৩৫ দিন পর সংক্রমণের হার ৮০ শতাংশ, হাসপাতালে ভর্তির হার ৯০ শতাংশ এবং মৃত্যুর হার ৯৫ শতাংশ কমেছে। প্রাপ্তবয়স্ক নারী ও পুরুষ সবার ক্ষেত্রেই একই ফল দেখা গেছে বলে জানানো হয়েছে ওই গবেষণায়।

টিকাদান কর্মসূচি শুরু হবার পর থেকে গত চার মাসে টিকাপ্রাপ্ত এক কোটি ৩৭ লাখ মানুষের ওপর গবেষণাটি চালানো হয়। যার মধ্যে ৯৫ শতাংশ ফাইজার ও মডার্নার টিকা পেয়েছে এবং দুই ডোজ টিকাই নিয়েছে। করোনা প্রতিরোধে টিকাদান কর্মসূচি কতটা কার্যকর, তা জানতে ইতালি প্রথম গবেষণাটি পরিচালনা করে।

Advertisement
Share.

Leave A Reply