fbpx

ট্রাফিক পুলিশ বক্স ভেঙ্গে ফেলা ট্রাক চালক সাড়ে চার মাস পর গ্রেফতার

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

ঢাকার ফুলবাড়িয়া ট্রাফিক পুলিশ বক্স ভেঙ্গে ৩ পুলিশ সদস্যকে আঘাত করে পালিয়ে যাওয়া ট্রাক চালক ও হেলপারকে আটক করেছে র‍্যাব-১১। বৃহস্পতিবার (২১ জুলাই) বিকেলে নারায়ণগঞ্জের কাঁচপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

র‍্যাব–১১ এর কোম্পানী কমান্ডা মনিরুল আলম গণমাধ্যমকে জানান, ৭ মার্চ রাজধানীর ফুলবাড়িয়া এলাকায় দুর্ঘটনাটি ঘটে। বেপরোয়া গতিতে ট্রাক চালিয়ে ওই এলাকার ট্রাফিক পুলিশ বক্স ও তিন পুলিশকে ধাক্কা দিয়ে পালিয়ে যায় ড্রাইভার মেহেদি হাসান ও তার হেলপার আকবর আলী। সাড়ে চার মাস তারা চট্টগ্রাম ও উত্তরবঙ্গের বিভিন্ন এলাকায় জায়গা বদল করে আত্মগোপন করে ছিল। বৃহস্পতিবার গোপন তথ্যের ভিত্তিতে নারায়ণগঞ্জের কাঁচপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

পুলিশ বক্স ভাঙ্গা ও পুলিশ সদস্যদের আহত করার ঘটনায় বংশাল থানায় একটি মামলা হয়েছিল মার্চ মাসেই। গ্রেফতারের পর আসামীদের থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছেন র‍্যাব কমান্ডা মনিরুল আলম।

Advertisement
Share.

Leave A Reply