fbpx

ট্রাম্পের অ্যাকাউন্ট সাময়িক ভাবে বন্ধ করলো ফেইসবুক ও টুইটার

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

যুক্তরাষ্ট্রের ক্যাপিটাল ভবনে হামলার উস্কে দেয়ার অভিযোগে এনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অ্যাকাউন্ট সাময়িক ভাবে বন্ধ করেছে ফেইসবুক ও টুইটার। এই সাথে টুইটার থেকে হুঁশিয়ারি দেয়া হয়, ট্রাম্প যদি যদি এ ধরনের টুইট করা থেকে বিরত না হন,  তা হলে পাকাপাকি ভাবে তার অ্যাকাউন্ট নিষিদ্ধ করা হবে।

এক বিবৃতিতে টুইটার জানায়, ওয়াশিংটনে নজিরবিহীন হামলার ঘনটার কথা বিবেচনা করেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। প্রতিষ্ঠানটি বলছে, ট্রাম্পের টুইট তাদের নীতি নির্ধারণের বিরোধী ছিল।

ফেইসবুকের পক্ষ থেকে বলা হয়, ট্রাম্পের পোস্ট চলমান সহিংসতা বাড়িয়ে দেয়ার ঝুঁকিতে থাকায় ২৪ ঘণ্টার জন্য প্রেসিডেন্ট ট্রাম্পের অ্যাকাউন্ট বন্ধ করে দেয়া হয়েছে।

একই সাথে, ইউটিউবের থেকেও সমর্থকদের উদ্দেশ্যে দেয়া ট্রাম্পের একটি ভিডিও পোস্ট সরিয়ে নেয়া হয়েছে।

বুধবার ক্যাপিটাল ভবনে হামলা চালানে সমর্থকদের উদ্দেশ্যে একটি ভিডিও পোস্ট করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এতে সমর্থকদের ঘরে ফির যাওয়ার আহ্বান জানানোর আগে ট্রাম্প বলেন ‘ আমি তোমাদের ভালবাসি’। একই সাথে নভেম্বরের নির্বাচনে, কারচুপির দাবি করে নিজের পরাজয় মেনে না নেয়া কথাও জানন ট্রাম্প।

Advertisement
Share.

Leave A Reply