fbpx

ঠাকুরগাঁওয়ে শিলাবৃষ্টিতে ফসল ও আমের মুকুলের ব্যাপক ক্ষতি

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

ঠাকুরগাঁওয়ে শিলাবৃষ্টির কারণে ফসল ও আমের মুকুলের বেশি ক্ষতি হয়েছে। গত ২৫ ফেব্রুয়ারি শুক্রবার রাতে জেলার বিভিন্ন জায়গায় শিলাবৃষ্টিসহ দমকা হাওয়া শুরু হয়।

ব্যাপক শিলা বৃষ্টি ও ঝড়ের কারণে ঠাকুরগাঁয়ের আম বাগানীরা মুকুলের ক্ষতির আশংকা করছে । এছাড়া এলাকায় ভুট্টা চাষিরা বলছেন, বৈশাখের আগেই এবার ঝড় শুরু হয়েছে। যার ফলে ভুট্টার ব্যাপক ক্ষতি হয়েছে। গরমের আগাম সবজিরও অনেক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় চাষিরা।

তবে ঠাকুরগাঁও কৃষি সম্প্রসারণ অফিসের উপ-পরিচালক আবু হোসেন জানান, এ বছর আগাম ঝড় ও সাথে শিলা বৃষ্টির কারণে জেলার চাষিদের অনেক ক্ষতি হয়ে গেছে। বিশেষ করে আমের মুকুল, ভুট্টা ও গমের ব্যাপক ক্ষতি হয়েছে। এই  ক্ষতির সুনির্দিষ্ট পরিমান জানতে ইউনিয়ন কৃষি কর্মকর্তাদের খোঁজ নিতে বলা হয়েছে। ক্ষয়ক্ষতি নিরুপনের পর উর্দ্ধতন কর্তৃপক্ষ ক্ষতিপূরণের জন্য জানানো হবে বলে জানান এই কর্মকর্তা।

Advertisement
Share.

Leave A Reply