fbpx

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় আবারো সাংবাদিক গ্রেপ্তার

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় মেহেরপুরের গাংনীতে আল আমিন হোসেন নামে এক সাংবাদিক গ্রেফতার করেছে পুলিশ। ২২ মে শনিবার তাকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে।

আল আমিন হোসেন বাঁশবাড়িয়া গ্রামের বাসিন্দা তিনি ঢাকা থাকে প্রকাশিত বিজনেস বাংলাদেশ পত্রিকার মেহেরপুর জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন।

জানা যায়, ২০২০ সালের ১১ মে স্থানীয় একটি দৈনিক পত্রিকায় গাংনীর সাবেক সংসদ সদস্যর নামে একটি নিউজ প্রকাশিত হয়। সেই নিউজের শিরোনাম ছিল ‘সংসদ মকবুলের কাণ্ড, ২৬ বছর দখলে রেখেছে পরের বাড়ি’। ওই নিউজ প্রকাশ হবার পরেই ওই পত্রিকার প্রকাশক ও যুগ্ম সম্পাদক আল আমিনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন সাংসদ মকবুল হোসেনের ভাগনে সবুজ হোসেন।

তবে এ বিষয়ে সাবেক সংসদ সদস্য মকবুল হোসেনের একান্ত সহকারী জানান, সাধারণ মানুষের কাছে মকবুল হোসেনে জনপ্রিয়। এছাড়া তিনি স্বতন্ত্র প্রার্থী হয়েও তিনি দুবার নির্বাচিত হয়েছেন। তাকে হেয় করার জন্য মিথ্যা ও বানোয়াট প্রতিবেদন তৈরি করার কারণে মামলা করা হয়েছিল।

আর পুলিশ বলছে, সাংবাদিক আল আমিনের নামে আদালতের গ্রেপ্তারি পরোয়ানা ছিল। তাই তাকে আজ সকালে বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।

Advertisement
Share.

Leave A Reply