fbpx

ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৭৪০

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

ডেঙ্গু আক্রান্ত হয়ে সর্বশেষ ২৪ ঘণ্টায় আরো আটজনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে দুজন ঢাকার বাসিন্দা। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে সারা দেশে এক হাজার ৪৮৪ জনের মৃত্যুর খবর জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

 

 

সোমবার (১৩ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ মো. জাহিদুল ইসলাম সই করা ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

 

 

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, রোববার সকাল আটটা থেকে আজ সোমবার সকাল আটটা পর্যন্ত সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া ১ হাজার ৭৪০ জনের মধ্যে ঢাকার বাসিন্দা ৩৩০ এবং ঢাকার বাইরের ১ হাজার ৪১০ জন। মারা যাওয়া ৮ জনের মধ্যে ঢাকার বাসিন্দা দুইজন এবং ঢাকার বাইরের ৬জন।

 

 

বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছে ছয় হাজার ১৭ জন ডেঙ্গু রোগী। তাদের মধ্যে এক হাজার ৫৪৫ জন ঢাকার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন। চলতি বছর সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন মোট ২ লাখ ৯৩ হাজার ৫৭২ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ১ লাখ ৩ হাজার ৯০৮ জন এবং ঢাকার বাইরের ১ লাখ ৮৯ হাজার ৬৬৪ জন।

Advertisement
Share.

Leave A Reply