fbpx

ড্রাইভিং লাইসেন্স ছাড়া মোটরসাইকেলের রেজিস্ট্রেশন নম্বর দেবে না বিআরটিএ

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

এখন থেকে ড্রাইভিং লাইসেন্স না থাকলে মোটরসাইকেলের রেজিস্ট্রেশন নম্বর দেওয়া হবে না বলে জানিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।

আগামী ১৫ সেপ্টেম্বর থেকে এ নির্দেশনা কার্যকর করা হবে বলে মঙ্গলবার (৫ জুলাই) বিআরটিএর পরিচালক শীতাংশু শেখর বিশ্বাস স্বাক্ষরিত এক অফিস আদেশে জানানো হয়।

সেখানে বলা হয়, কার্যবিবরণীর সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, ২০২২ সালের ১৫ সেপ্টেম্বর থেকে মোটরসাইকেলের রেজিস্ট্রেশন নম্বর প্রদানের সময় সংশ্লিষ্ট গ্রাহকের ড্রাইভিং লাইসেন্স থাকার বিষয়টি রেজিস্টারিং অথরিটি কর্তৃক নিশ্চিত করতে হবে। ড্রাইভিং লাইসেন্স ছাড়া কোনো মোটরসাইকেল রেজিস্ট্রেশন নম্বর পাবে না।

প্রসঙ্গত, সম্প্রতি সড়ক দুর্ঘটনা বেড়ে যাওয়ার কারণ হিসেবে মোটরসাইকেলকে দায়ী করা হচ্ছে। এছাড়া পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে সরকার।

শুধু তাই নয়, ঈদুল আজহার আগে পরে ৭দিন দেশের বিভিন্ন মহাসড়কে মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ করেছে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ।

তবে সরকারের এই সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে চালকরা মানববন্ধন করেছেন।

Advertisement
Share.

Leave A Reply