fbpx

ঢাকা- টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ২৫ কিলোমিটার যানজট

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

ঈদকে কেন্দ্র করে সড়কে বেড়েছে যানবাহনের চাপ। অন্যদিকে ফিটনেসবিহীন গাড়ি বিকল হওয়ার কারণে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ২৫ কিলোমিটার এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

৭ জুলাই (বৃহস্পতিবার) ভোর রাত থেকে বঙ্গবন্ধু সেতু থেকে রাবনা পর্যন্ত এ যানজটের সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়েছেন ঈদে ঘরে ফেরা মানুষ ও পরিবহন শ্রমিকরা।

যানজট নিরসনে এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত সড়কে দুই লেনের সড়ক একমুখী (ওয়ানওয়ে) করেছে পুলিশ।

এদিকে  উত্তরবঙ্গ থেকে আসা গরুবাহী ট্রাকগুলো গতকাল রাত ৮টায় থেকেই জ্যামে পড়েছে। ব্যবসায়ীরা বলছেন, ‘গরুগুলো গাড়িতে শুয়ে পড়েছে। সঠিক সময়ে ঢাকা পৌছাতে না পারলে ক্ষতির সম্মুখীন হতে হবে।’

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ওসি শফিকুল ইসলাম জানান, ফিটনেসবিহীন বেশ কয়েকটি যানবাহন মহাসড়কে বিকল হওয়ায় এ যানজটের সৃষ্টি হয়েছে। কয়েকটি যানবাহন রেকার করে সরাতে সময় লেগেছে। এছাড়াও সড়কে অতিরিক্ত যানবাহনের চাপ রয়েছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে স্বাভাবিক হবে বলে আশা করছেন তিনি ।

Advertisement
Share.

Leave A Reply