fbpx

ঢাকা-নারায়ণগঞ্জ রুটে ট্রেন চলাচল বন্ধ থাকবে

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

৪ ডিসেম্বর থেকে ঢাকা-নারায়ণগঞ্জ রুটে ট্রেন চলাচল সাময়িক বন্ধ থাকবে। ওই রুটে তিনটি রেল লাইন নির্মাণ কাজের জন্য এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বুধবার (৩০ নভেম্বর) রেল মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা শরিফুল আলম সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের আওতায় ঢাকা থেকে গেন্ডারিয়া অংশে তিনটি পৃথক রেল লাইনের নির্মাণ কাজ চলমান রয়েছে। কাজটি দ্রুত সম্পন্নের লক্ষ্যে ঢাকা-নারায়ণগঞ্জ রুটে চলাচলকারী সব ট্রেন ৪ ডিসেম্বর থেকে সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে।

ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশনের পরিবহন কর্মকর্তা আমিনুল হক জানিয়েছেন, ঢাকা-নারায়ণঞ্জ রুটে প্রতিদিন ১০ জোড়া ট্রেন চলাচল করে। যার মধ্যে ৮ জোড়া লোকাল ট্রেন ও দুটি ডিজেল ইলেকট্রিক মাল্টিপল ইউনিট-ডেমু ট্রেন রয়েছে।

তিনি জানান, ধারণা করা হচ্ছে ৩ মাস এই কাজ চলবে। তবে নির্ধারিতভাবে কত সময় কেউ বলতে পারছেন না।

জানা গেছে, ঢাকার গেন্ডারিয়ার কাছে পদ্মা সেতুতে রেল সংযোগ প্রকল্পের কাজ শুরু হবে। যা মাওয়া হয়ে সেতুর আরেক প্রান্ত ফরিদপুরের ভাঙ্গা জংশনে যাবে।

এ ছাড়া ঢাকা-নারায়ণগঞ্জ রুটেও ডুয়েলগেজ রেল লাইন নির্মাণের কাজ চলছে। এসব কারণে ঢাকা-নারায়ণগঞ্জ রুটে চলাচল সাময়িকভাবে বন্ধ করা হয়েছে।

Advertisement
Share.

Leave A Reply