fbpx

ঢাকা বোর্ডের সংশোধিত ফল প্রকাশ

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার খাতা পুনঃনিরীক্ষণের ফল আজ। সোমবার ঢাকা মাধ্যমিক ও উচ্চশিক্ষা বোর্ড এই ফলাফল প্রকাশ করেছে। এই ফলাফলের ফেল করা শিক্ষার্থীদের মধ্যে থেকে নতুন করে পাস করেছে ১০৪ জন। এছাড়া নতুন জিপিএ-৫ পেয়েছে ৩৬২ জন।

ঢাকা শিক্ষা বোর্ডের মোট ৩ হাজার ৮৫ জন পরীক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে। তবে ফেল করা কোনো শিক্ষার্থী জিপিএ-৫ পায়নি। এ শিক্ষা বোর্ডের ৭৩ হাজার ৪৬ পরীক্ষার্থী ১ লাখ ৯১ হাজার ২০১টি খাতা পুনঃনিরীক্ষার জন্য আবেদন করেছিল।

গত ২৮ জুলাই প্রথমধাপে এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। এতে ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীন এ বছর এসএসসি পরীক্ষায় গড় পাসের হার ৮১ শতাংশ।

মোট পরীক্ষার্থী ছিল ১৬ লাখ ৩৩ হাজার ৯১৯। এর মধ্যে পুনঃনিরীক্ষণের আগ পর্যন্ত জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৫৯ হাজার ২২০ শিক্ষার্থী।

Advertisement
Share.

Leave A Reply