fbpx

ঢাবিতে ভর্তি পরীক্ষার আবেদন শুরু ৮ মার্চ 

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়। ঢাবির পাঁচটি ইউনিটে আগামী ২১ মে থেকে ৫ জুন পর্যন্ত এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সেখানে বলা হয়েছে, আগামী ৮ মার্চ বিকাল ৪ টা থেকে অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হবে যা চলবে ৩১ মার্চ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। আর শিক্ষার্থীরা আগামী ১ এপ্রিল রাত ১১টা ৫৯মিনিট পর্যন্ত টাকা জমা দিতে পারবে।রাজধানী ঢাকাসহ দেশের আটটি বিভাগীয় শহরে এই ভর্তি পরীক্ষা হবে।

২০১৫ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত মাধ্যমিক বা সমমানের শিক্ষার্থীরা এবং ২০২০ সালের উচ্চমাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা এই পরীক্ষায় অংশ নিত্যে পারবে। তবে এক্ষেত্রে ঢাবির বিভিন্ন ইউনিটে ভর্তির জন্য শিক্ষার্থদের নির্ধারিত শর্ত পূরণ করতে হবে।

প্রার্থীরা ৮ মার্চ বিকেল চারটা থেকে ৩১ মার্চ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত ইন্টারনেটের সুবিধা সংবলিত কম্পিউটার থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাডমিশন ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন।

Advertisement
Share.

Leave A Reply