fbpx

ঢাবির ভর্তি পরীক্ষার সব ইউনিটের ফল প্রকাশ, পাশের হার ১০.০৭ শতাংশ

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার সব ইউনিটের ফলাফল প্রকাশিত হয়েছে আজ।

বৃহস্পতিবার (২৮ মার্চ) বেলা সাড়ে তিনটায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে অধ্যাপক আবদুল মতিন চৌধুরী ভার্চ্যুয়াল শ্রেণিকক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে ফলাফল প্রকাশ করেন উপাচার্য এ এস এম মাকসুদ কামাল।

কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটে আসন সংখ্যা ২,৯৩৪টি, অংশগ্রহণকারীর সংখ্যা ১,০২,০০০ , পাসের সংখ্যা ১০,২৭৫, পাসের হার ১০.০৭%।

বিজ্ঞান ইউনিটে আসন সংখ্যা ১,৮৫১টি, অংশগ্রহণকারীর সংখ্যা ১,০৯,৩৬৩, পাসের সংখ্যা ৯,৭২৩, পাসের হার ৮.৮৯%।

ব্যবসায় শিক্ষা ইউনিটে আসন সংখ্যা ১,০৫০টি, অংশগ্রহণকারীর সংখ্যা ৩৪,৩৬৭, পাসের সংখ্যা ৪,৫৮২,পাসের হার ১৩.৩৩%।

চারুকলা ইউনিটে আসন সংখ্যা ১৩০টি, অংশগ্রহণকারীর সংখ্যা ৪,৫১০, পাসের সংখ্যা ৫৩০, পাসের হার ১১.৭৫%।

গত ২৩ ফেব্রুয়ারি কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের মধ্য দিয়ে শুরু হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের এবারের ভর্তি পরীক্ষা। এরপর ২৪ ফেব্রুয়ারি ব্যবসায় শিক্ষা ইউনিট ও ১ মার্চ বিজ্ঞান ইউনিটের পরীক্ষা হয়। ৯ মার্চ চারুকলা ইউনিটের পরীক্ষার (সাধারণ জ্ঞান ও অঙ্কন) মধ্য দিয়ে ভর্তি পরীক্ষা শেষ হয়।

Advertisement
Share.

Leave A Reply