fbpx

তদন্ত প্রতিবেদনের স্পিডবোট দুর্ঘটনায় চালকের মাদকাসক্তির তথ্য পাওয়া গেছে

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

মাদারীপুরের স্পিডোবোট দুর্ঘটনার সময় চালক মাদকাসক্ত ছিল বলে তদন্ত প্রতিবেদনে উঠে এসেছে।

রবিবার মাদারীপুর জেলা প্রশাসক রহিমা খাতুনের কাছে প্রতিবেদন জমা দেন তদন্ত কমিটির প্রধান আযহারুল ইসলাম। এ ঘটনার পর মাদারীপুর জেলা প্রশাসন, স্থানীয় সরকার অধিদপ্তরের উপপরিচালক আযহারুল ইসলামকে প্রধান করে ছয় সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছিল।

সোমবার মাদারীপুরের বাংলাবাজার ঘাটের কাছে কাঁঠালবাড়িতে নোঙর করা একটি বাল্কহেডকে ধাক্কা দিয়ে পদ্মায় ডুবে যায় স্পিডবোটটি। এতে ২৬ যাত্রী প্রাণ হারায়, আহত হয় স্পিডবোটের চালকসহ আরও পাঁচ জন। স্পিডবোডটি মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাট থেকে প্রায় ৪০ জন যাত্রী নিয়ে ছেড়ে আসে।

তদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার পর জেলা প্রশাসক রহিমা জানান, মাদকাসক্ত হয়েই  শাহ আলম স্পিডবোট চালানোতেই এই দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনার পর ডোপ টেস্টে তার মাদকাসিক্তর প্রমাণ মেলে।

ঘাটে সিন্ডিকেট ও অব্যবস্থাপনা, লাইফ জ্যাকেট ছাড়া অতিরিক্ত যাত্রীবহন করে পদ্মা পারাপারসহ ২৩টি বিষয়ে সুপারিশ করেছে তদন্ত কমিটি।

এই প্রতিবেদন সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠিয়ে জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান প্রশাসক রহিমা খাতুন।

Advertisement
Share.

Leave A Reply