fbpx

তরঙ্গ পুনর্বিন্যাসে বিঘ্নিত হবে মোবাইল ফোনের নেটওয়ার্ক

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

তরঙ্গ পুনর্বিন্যাসের কারণে গ্রামীন, রবি আজিয়াটা ও বাংলালিংকের গ্রাহকেরা সেবা পেতে কিছুটা সমস্যার মুখে পড়বে বলে জানিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

১লা এপ্রিল বৃহস্পতিবার রাত ১১টার থেকে শুক্রবার সকাল ৭টা পর্যন্ত এবং দ্বিতীয় ধাপে ৭ই এপ্রিল বুধবার রাত ১১টা থেকে ৮ই এপ্রিল বৃহস্পতিবার সকাল ৭টা পর্যন্ত এই তিন মোবাইল কোম্পানির টেলিযোগাযোগ সেবা বিঘ্নিত হতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।

বুধবার এক বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করেছে বিটিআরসি।

উল্লেখ্য, গত ৮ই মার্চ গ্রামীণফোন, রবি আজিয়াটা ও বাংলালিংককে নিলামের মাধ্যমে নতুন তরঙ্গ বরাদ্দ দেয় বিটিআরসি। আগের তরঙ্গের সঙ্গে নতুন তরঙ্গ একত্রীকরণ করতে গিয়ে তরঙ্গ পুনর্বিন্যাস করা হয়েছে। তাতে করে এই তিন কোম্পানির সেবাদানের ক্ষেত্রে কিছুটা বিঘ্ন ঘটার আশঙ্কা রয়েছে। তার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে বিটিআরসি।

Advertisement
Share.

Leave A Reply