fbpx

তাদের সঙ্গে গাইবেন মাহফুজুর রহমানও

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

১৫ জুলাই প্রতিষ্ঠার ২৫ বছর পূর্ণ করেছে বাংলাদেশের প্রথম স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এটিএন বাংলা। গৌরবময় রজত জয়ন্তী উদযাপন উপলক্ষে সপ্তাহব্যাপী অনুষ্ঠান আয়োজন করছে প্রতিষ্ঠানটি। এ ধারাবাহিকতায় আজ ১৯ জুলাই ২০২২ প্রচার হবে বিশেষ অনুষ্ঠান ‘উৎসবে রজত জয়ন্তী’। বিএফডিসির ৮ নম্বর ফ্লোরে অবস্থিত এটিএন বাংলার স্টুডিও থেকে রাত ৭.৩০ মিনিটে অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হবে।

পুরো অনুষ্ঠানটি যাত্রার আদলে উপস্থাপনা করা হবে। আলী আজগর ইমন এর গ্রন্থনায় অনুষ্ঠানটি পরিচালনা করবেন মুকাদ্দেম বাবু, রাসেল মাহমুদ এবং রুমানা আফরোজ।

অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করবেন কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমীন, মমতাজ, রফিকুল আলম, কনকচাপা, বাপ্পা মজুমদার, শুভ্র দেব, ঐশি এবং ড. মাহফুজুর রহমান।

নৃত্য পরিবেশন করবেন তারিন, সোহানা সাবা, মেহজাবিন, শখ, ইমন, চাঁদনী, নিসা, তমা মির্জা, দীঘি, স্মিতা ও ফ্লাই ফারুক।

এছাড়া গণমাধ্যম ও সাংস্কৃতিক অঙ্গণে বিশেষ অবদান রাখার জন্য ৭ জন ব্যক্তিতে আজীবন সম্মাননা প্রদান করা হবে। আজীবন সম্মাননাপ্রাপ্তদের মধ্যে রয়েছেন ফেরদৌসী রহমান, সুজাতা আজিম, দিলারা জামান, আবুল হায়াত, মো: খরশিদ আলম, নওয়াজীশ আলী খান এবং এম শামসুল হুদা। পুরস্কার প্রদান পর্বটি উপস্থাপনা করবেন জ ই মামুন।

Advertisement
Share.

Leave A Reply