fbpx

তারেক মাসুদ স্মরণ ও ‘চলচ্চিত্রযাত্রা’ গ্রন্থের পাঠ-পর্যালোচনা

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

২০১১ সালের ১৩ আগস্ট মানিকগঞ্জের জোকায় এক ভয়াবহ সড়ক দূর্ঘটনায় চলচ্চিত্রকার তারেক মাসুদ, চলচ্চিত্রগ্রাহক ও সাংবাদিক মিশুক মুনীরসহ আরও তিনজন চলচ্চিত্রকর্মী নিহত হন। যা বাংলাদেশের চলচ্চিত্র-সংস্কৃতিকে অপূরণীয় ক্ষতির সম্মুখীন করেছে। যে শূন্যস্থান কোনোভাবেই পূরণ হবার নয়।

তারেক মাসুদের ১১তম প্রয়াণ দিবস উপলক্ষে আগামী ১২ আগস্ট ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটি তারেক মাসুদ স্মরণ ও তারেক মাসুদের চলচ্চিত্রগ্রন্থ ‘চলচ্চিত্রযাত্রা’ এর পাঠ-পর্যালোচনা অনুষ্ঠানের আয়োজন করেছে।

আয়োজনটি ১২ আগস্ট বিকেল ৫টায় পাঠক সমাবেশের কাঁটাবন কেন্দ্রে অনুষ্ঠিত হবে।

এতে আলোচনা করবেন চলচ্চিত্রকার ক্যাথরিন মাসুদ, প্রাবন্ধিক ও লেখক অধ্যাপক মোহাম্মদ আজম, চলচ্চিত্র নির্মাতা প্রসূন রহমান, চলচ্চিত্র সমালোচক মুনিরা শরমিন। আয়োজনে সভাপতিত্ব করবেন ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটির সভাপতি চলচ্চিত্র নির্মাতা ও লেখক বেলায়াত হোসেন মামুন। সঞ্চালনা করবেন ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটির সাধারণ সম্পাদক চলচ্চিত্র নির্মাতা অদ্রি হৃদয়েশ।

আয়োজন সকলের জন্য উন্মুক্ত থাকবে।

Advertisement
Share.

Leave A Reply