fbpx

তিন মাসের মধ্যে একদিনে সবচেয়ে বেশি করোনা শনাক্ত

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

গত তিন মাসের মধ্যে বুধবারে একদিনে করোনাভাইরাস সংক্রমণের সংখ্যা ছিল সবচেয়ে বেশি। এদিন আক্রান্ত হয়েছে ১ হাজার ৮৬৫ জন। আর ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ১১ জন।

১৭ই ফেব্রুয়ারি বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়,  দেশে করোনাভাইরাসে আক্রান্তের মোট সংখ্যা ৫ লাখ ৬২ হাজার ৭৫২ জন। বুধবার সকাল পর্যন্ত এক দিনে মারা যাওয়া ১১ জনকে নিয়ে দেশে করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৮ হাজার ৬০৮ জনে।

আর একদিনে সুস্থ হয়েছে ১ হাজার ৫১০ জন।   বাসা ও হাসপাতালে চিকিৎসা নিয়ে এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন  ৫ লাখ ১৫ হাজার ৯৮৯ জন।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহান শহরে প্রথম করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ে। পরের বছরের ৮ মার্চ  বাংলাদেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এর ঠিক ১০ দিন পর করোনা আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর খবর ঘোষণা করে স্বাস্থ্য অধিদপ্তর।

Advertisement
Share.

Leave A Reply