fbpx

তেলবাহী জাহাজে আগুন নিহত ১,আহত ৭

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

ঝালকাঠির সুগন্ধা নদীতে জ্বালানি তেলবাহী ট্যাংকার জাহাজে বিস্ফোরণে চালকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৭ জন।

১২ নভেম্বর (শুক্রবার) সকালে পৌর খেয়াঘাট এলাকার সুগন্ধা নদীতে নোঙ্গর করে রাখা সাগর নন্দিনী-৩ নামের জাহজটিতে বিস্ফোরণ ঘটে। এতে জাহাজের চালক কামরুল ইসলাম ঘটনাস্থলেই মারা যান। তিনি ওই জাহাজের সুকানি ছিলেন।

খবর পেয়ে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিস আগুণ নিয়ন্ত্রণে আনে এবং আহত পাঁচজনকে উদ্ধার করে বরিশাল শেরে-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। জাহাজটিতে চালকসহ মোট ১৩জন স্টাফ ছিলেন বলে জানান ফায়ার সার্ভিস কর্মকর্তা।  ।

আহত অন্য কর্মীদের অবস্থাও আশঙ্কাজনক। তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হবে। এ ঘটনা তদন্তের জন্য একটি কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন স্থানীয় জেলা প্রশাসক।

সকালে জাহাজের ইঞ্জিনকক্ষের জেনারেটর চালু করতে গিয়ে বিকট শব্দে আগুন লাগে। আগুন দ্রুত পুরো জাহাজে ছড়িয়ে পড়ে। বিস্ফোরণের পর জাহাজের তলা ফেটে যাওয়ায় জাহাজটি ক্রমেই নদীতে ডুবে যাচ্ছে। ওই জাহাজে সাড়ে আট লাখ লিটার ডিজেল ছিল বলে জানা যায়।

Advertisement
Share.

Leave A Reply