fbpx

দুই টাকায় `বাবার লেখা চিঠি’

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

‘নিষিদ্ধ প্রেমের গল্প’ দিয়ে আলোচনায় আসা পরিচালক রুবেল আনুশ এবার নির্মাণ করলেন ‘বাবার লেখা চিঠি’। ওয়েব ফিকশনটি নির্মিত হয়েছে বাবা ও মেয়ের মধ্যকার সম্পর্ক নিয়ে। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন আশীষ খন্দকার ও সালহা খানম নাদিয়া।

১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবস থেকে এটি দেখা যাচ্ছে সিনেমাটিক অ্যাপে মাত্র ২ টাকা সাবস্ক্রিবশনে।

ফিকশনটির গল্প এগিয়েছে ঘর থেকে একটা মেয়ে পালিয়ে যাবার পর সেই মেয়ের বাবর মানসিক অবস্থা কেমন হয় তা নিয়ে। চিত্রনাট্য করেছেন রাকায়েত রাব্বি। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মনিরা মিঠু, কৌশিক, মোহাম্মদ সালমান।চিত্রগ্রহণে ছিলেন মহি শান্ত। শরিফ চৌধুরীর সম্পাদনায় আবহ সঙ্গীত করেছেন সোহেল রাজ,নেপথ্যে কণ্ঠ দিয়েছেন মাহবুবুর রহমান টুনু।

রুবেল আনুশ ‘বাবার লেখা চিঠি’ নিয়ে বলেন, সব বাবা-মা চায় তার সন্তান সুখে থাকুক। তাই তারা যখন হুট করে কারো হাত ধরে পালিয়ে যায় তখন একজন বাবা অনেক কষ্ট পান। এ গল্পে বাবার সে মানসিক অবস্থাটা তুলে আনতে চেষ্টা করেছি। হয়তো অনেক ক্ষেত্রে সন্তান বাবা-মার কাছে বললে দুই পরিবার এক সঙ্গে বসে একটা ভালো সিন্ধান্তে উপনীত হতে পারে।
প্রযোজনা করেছে লাইভ টেকনোলিজস।

‘বাবার লেখা চিঠি’ ছাড়াও এ মাসেই রুবেল আনুশ পরিচালিত আরেকটি ফিকশন ‘মানুষ একটা দুই চাক্কার সাইকেল’ আসবে।

দুই টাকায় `বাবার লেখা চিঠি’

Advertisement
Share.

Leave A Reply