fbpx

দুই সপ্তাহের মধ্যে পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে আসবে: কৃষিমন্ত্রী

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

আগামী ১৫ থেকে ২০ দিনের মধ্যে পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে আসবে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাক। রবিবার (১০ অক্টোবর) গাজীপুরে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট বারি’র দুটি গবেষণাগার পরিদর্শন শেষে গণমাধ্যমকে একথা জানান তিনি।

কৃষিমন্ত্রী বলেন, ‘গ্রীষ্মকালীন ফসল ও আমদানি করা পেঁয়াজ বাজারে আসার পরপরই আগামী ১৫ থেকে ২০ দিন পর দাম নিয়ন্ত্রণে আসবে।‘

বর্তমানে বাজারে পেঁয়াজের দাম বেড়ে যাবার কারণ হিসেবে তিনি বলেন, ‘পেঁয়াজ চাষ করা হয়েছে সেই এপ্রিল মাসে, এত দিন পর্যন্ত পেঁয়াজ থাকে না। তাই পেঁয়াজ চাষিরা সব বিক্রি করে দেন। পেঁয়াজ পচনশীল ও মজুত রাখার তেমন কোনো ব্যবস্থা না থাকায় মৌসুমের শেষের দিকে বাজারে দাম বেড়ে যায়।‘

উল্লেখ্য, বর্তমানে বাজারে পেঁয়াজের দাম ৮০ টাকা। দুই সপ্তাহ আগেও যা ছিল ৪০ টাকা। এ নিয়ে জনগণের মধ্যে দেখা দিয়েছে অসন্তোষ।

Advertisement
Share.

Leave A Reply