fbpx

দেশের বাজারে কমতে পারে স্বর্ণের দাম

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

বিশ্ববাজারে স্বর্ণের দরপতন হওয়ায় দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত নিতে যাচ্ছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। আগামী সোমবার আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা আসতে পারে বলে বাজুস সূত্রে জানা গেছে।

তারা বলছে, বিশ্ববাজারের ওপর দেশে স্বর্ণের দাম বাড়া বা কমা নির্ভর করে। কিছুদিন ধরে বিশ্ববাজারে স্বর্ণের দামের উত্থান পতন হচ্ছিল। দেশে সবশেষ এই দাম বাড়ানোর পর বিশ্ববাজারে প্রতি আউন্স স্বর্ণের দাম ১০০ ডলারের ওপরে কমে গেছে। ফলে স্বাভাবিকভাবেই দেশের বাজারে স্বর্ণের দাম কমানো হবে।

তবে ঠিক কী পরিমাণ এই দাম কমানো হবে, তা বাজুসের কার্যনির্বাহী কমিটি সব কিছু পর্যালোচনা করে সিদ্ধান্ত নেবে। এক্ষেত্রে কমিটি সোমবার বিশ্ববাজারের চিত্র দেখে স্বর্ণের দাম কমানোর ঘোষণা দেবে।

বাজুস সভাপতি এনামুল হক খান এ প্রসঙ্গে বলেন, ‘বিশ্ববাজারের স্বর্ণের দাম কমার বিষয়টি আমরা দেখেছি। আমরাও দেশের বাজারে স্বর্ণের দাম কমানো। আগামী সোমবার স্বর্ণের দাম কমানোর ঘোষণা দেয়া হবে।’

এই দাম কেমন কমতে পারে, সেই বিষয়ে তিনি বলেন, ‘বিশ্ববাজারের স্বর্ণের দাম সমন্বয়ের ক্ষেত্রে আমাদের একটি ফর্মুলা আছে। সেই ফর্মুলা অনুযায়ী দাম কমানো হবে।‘

বর্তমানে দেশে নতুন দাম অনুযায়ী, বর্তমানে সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণ ৭৩ হাজার ৪৮৩ টাকা, ২১ ক্যারেটের স্বর্ণ ৭০ হাজার ৩৩৩ টাকা, ১৮ ক্যারেটের স্বর্ণ ৬১ হাজার ৫৮৪ টাকা ও সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ ৫১ হাজার ৬২ টাকায় বিক্রি হচ্ছে।

Advertisement
Share.

Leave A Reply