fbpx

দেশে প্রথমবারের মতো জনসনের টিকা

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

বাংলাদেশে প্রথমবারের মতো এলো জনসন অ্যান্ড জনসনের করোনাভাইরাস প্রতিষেধক টিকা। অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা, মডার্না, সিনোফার্ম, ফাইজার-বায়োএনটেক এর পর এবার যুক্তরাষ্ট্র থেকে ৩ লাখ ৩৬ হাজার ডোজ টিকা দেশে পৌঁছেছে বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর।

অধিদপ্তরের টিকাদান কর্মসূচির প্রধান অধ্যাপক ডা. শামসুল হক জানান, ‘যুক্তরাষ্ট্রের সহায়তা হিসেবে কোভ্যাক্সের মাধ্যমে এই টিকা পেয়েছে বাংলাদেশ। জনসনের টিকা অন্যান্য টিকার মতই সংরক্ষণ করা যাবে। মডার্না বা ফাইজার যেখানে দুই ডোজ করে টিকা দেওয়ার প্রয়োজন হয়, জনসনের টিকা এক ডোজ নিতে হবে। তবে পরবর্তীতে বুস্টার নেওয়ার প্রয়োজন হতে পারে।’

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, ১৯ জানুয়ারি পর্যন্ত ৯ কোটি মানুষকে প্রথম ডোজ দেওয়া টিকা দেওয়া হয়েছে। দুই ডোজ পেয়েছেন ৫ কোটি ৭৬ লাখ এবং তৃতীয় ডোজ পেয়েছেন ৮ লাখ ৭৩ হাজারেরও বেশি মানুষ।

Advertisement
Share.

Leave A Reply