fbpx

দেশে ফিরছেন হাজিরা

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

হজ শেষে একে একে দেশে ফিরছেন হাজিরা। কেউ ফিরছেন ডেডিকেটেড হজ ফ্লাইটে, কেউও আবার ফিরছেন কমার্শিয়াল ফ্লাইটে। সৌদি আরবে বাংলাদেশ হজ অফিসের তথ্য মতে, ১৫ জুলাই রাত ২টা পর্যন্ত দেশে প্রত্যাবর্তনকারী হাজি ১ হাজার ১৭৪ জন।

সৌদি আরবে হজ করতে গিয়ে এ বছর মারা গেছেন মোট ১৯ জন। এরমধ্যে পুরুষ ১৪ জন এবং নারী পাঁচ জন।

এদিকে ৪১৬ জন হাজিকে নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চলতি মৌসুমের প্রথম ডেডিকেটেড ফিরতি হজ ফ্লাইট বিজি-৩৫০২ বৃহস্পতিবার (১৪ জুলাই) রাত ১০টা ২৫ মিনিটে ঢাকায় পৌঁছেছে। হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম মফিদুর রহমান ফুল দিয়ে স্বাগত জানান হাজিদের।

করোনার কারণে দুই বছর বাংলাদেশ থেকে কেউ হজ পালন করতে যেতে পারেননি। এবছর করোনার প্রকোপ কমে আসায় দেশভিত্তিক কোটা নির্ধারণ করে দেয় সৌদি আরব। সেই হিসাবে হজ ব্যবস্থপনার সদস্যসহ সর্বমোট ৬০ হাজার ১৪৬ জন পবিত্র এই ইবাদত পালনে সৌদি আরব যাওয়ার সুযোগ পান। হজ অনুষ্ঠিত হয়েছে ৮ জুলাই। সৌদি আরবের উদ্যেশে হজযাত্রীদের যাত্রা শুরু হয় ৫ জুন এবং শেষ হয় ৫ জুলাই।

Advertisement
Share.

Leave A Reply