fbpx

দৌলতদিয়ায় নদীতে মাইক্রোবাস, চলছে উদ্ধারকাজ

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

রাজবাড়ীর দৌলতদিয়ায় কালবৈশাখী ঝড়ের মধ্যে হঠাৎ ফেরি ঘাটের তার ছিঁড়ে পন্টুন নদীর মধ্যে চলে গেছে। এ সময় পন্টুনে দাঁড়িয়ে থাকা ঢাকাগামী একটি মাইক্রোবাস নদীতে পড়ে যায়।

আজ মঙ্গলবার (১১ মে) বেলা সাড়ে ১১টায় দৌলতদিয়ার ৫ নম্বর ঘাটে এই দুর্ঘটনার শিকার হয় মাইক্রোবাসটি। খবরটি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন দৌলতদিয়া নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক আবদুল মোন্নাফ আলী।

নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ জানান, মাইক্রোবাসটি ফেরি মাধবীলতায় ওঠার চেষ্টা করছিল। কিন্তু তার আগেই পন্টুনের বাম পাশের খুঁটি ভেঙে পন্টুনটি পদ্মা নদীতে চলে যায়। এ সময় মাইক্রোবাসটিতে চালকসহ ঢাকাগামী কয়েকজন যাত্রী ছিলেন।

মোন্নাফ আলী আরও জানান, মাইক্রোবাসের যাত্রীদের কারো পরিচয় এখনো পাওয়া যায়নি। এমনকি, মাইক্রোবাসে কতজন যাত্রী ছিলেন, তার সঠিক সংখ্যাও জানা যায়নি।

দুর্ঘটনার খবর পেয়ে দুপুর ১২টার পর থেকে ফায়ার সার্ভিসের ডুবুরিরা উদ্ধারকাজ শুরু করেন। তবে দুপুর সাড়ে ১২টায় শেষ খবর পাওয়া পর্যন্ত, মাইক্রোবাসটি পানিতে ভাসতে দেখা গেলেও কাউকে উদ্ধার করা যায়নি।

দৌলতদিয়ায় নদীতে মাইক্রোবাস, চলছে উদ্ধারকাজ

নিখোঁজদের সন্ধানে ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধারকাজ করছে। ছবি: সংগৃহীত

দৌলতদিয়ার ৫ নম্বর ঘাট দিয়ে বর্তমানে ফেরিতে যানবাহন পারাপার বন্ধ রাখা হয়েছে।

Advertisement
Share.

Leave A Reply