fbpx

দ্বিতীয় টেস্টেও করোনা পজিটিভ খালেদা জিয়ার

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

প্রথমবার করোনায় আক্রান্ত হওয়ার ১৬ দিন পর দ্বিতীয় দফার করোনা পরীক্ষায় আবারো ফলাফল ‘পজিটিভ’ এসেছে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার। তবে শারীরিকভাবে সুস্থ আছেন তিনি।

শনিবার (২৪ এপ্রিল) দিবাগত রাত পৌনে একটায় বেগম জিয়ার চিকিৎসায় নিয়োজিত মেডিকেল টিমের প্রধান অধ্যাপক এফ এম সিদ্দিকী সাংবাদিকদের এ কথা জানান। এ সময় খালেদা জিয়ার গুলশানের বাসভবন ‘ফিরোজা’তে পর্যবেক্ষণ করতে আসেন তাঁর ব্যক্তিগত চিকিৎসক দল।

অধ্যাপক এফ এম সিদ্দিকী জানান, বেগম জিয়া ভালো আছেন। তাঁর শরীরে কোনো উপসর্গ নেই। তিনি বলেন, ‘আজকে (শনিবার) দুপুরে ম্যাডামের করোনাভাইরাস টেস্ট করা হয়েছিল। তার ফলাফল রাতে পেয়েছি, রেজাল্ট পজিটিভ।’ আগামী চার-পাঁচদিন পর আবার তৃতীয় দফায় করোনা পরীক্ষা করা হবে বলেও জানান তিনি।

চিকিৎসকরা জানান, বেগম জিয়াকে নিবিঢ় পর্যবেক্ষনে রাখা হয়েছে। এছাড়া, ফিরোজায় যারা ছিলেন তাদের ১৪ জনের করোনা পরীক্ষা করা হয়েছে। এদের মধ্যে বেগম জিয়াসহ চারজনের পজিটিভ আর বাকিদের নেগেটিভ রিপোর্ট এসেছে।

আগামী কয়েক দিনের মধ্যে কোভিডের নানা পরীক্ষা-নিরীক্ষার পাশাপাশি খালেদা জিয়ার শারীরিক অন্যান্য পরীক্ষা-নিরীক্ষা করা হবে বলে জানান তাঁর চিকিৎসায় নিয়োজিত মেডিকেল টিম।

উল্লেখ্য, গত ১১ এপ্রিল খালেদা জিয়া করোনায় আক্রান্ত হওয়ার কথা গণমাধ্যমকে জানিয়েছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একইসময় তাঁর গুলশানের বাসা ‘ফিরোজা’তে বসবাসরত ব্যক্তিগত সহকারী ফাতেমাসহ আরও আটজন করোনায় আক্রান্ত হন।

Advertisement
Share.

Leave A Reply