fbpx

ধান কেটে লাশ হয়ে বাড়ি ফিরলেন ৯ শ্রমিক

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

নওগাঁ থেকে ধান কেটে বাড়ি ফিরছিলেন ১৫ জন শ্রমিক। দীর্ঘ দিন পর বাড়ি ফিরছেন। স্বজনের মুখ দেখার জন্য আকুল মানুষগুলো কি জানতো ১৯ নভেম্বরের ভোরের আলোয়ই হবে তাদের জীবনের শেষ আলো?

শ্যালো ইঞ্জিনচালিত ওই ভটভটিতে থাকা ১‌৫ জন শ্রমিকের মধ্যে ৯ জনের জীবনের আলো নিভে যায় গাড়িটি উল্টে।

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, ধানবোঝাই করে নওগাঁ থেকে সোনামসজিদের দিকে যাচ্ছিল তারা। পথে ভাঙাশাকো এলাকায় এলে খাদে পড়ে ভটভটিটি নিয়ন্ত্রণ হারায়।

নিহতরা হলেন- শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের বালিয়াদিঘী গ্রামের এরফান আলীর ছেলে বাবু, একই এলাকার শেখ মোহাম্মদের ছেলে তাজেমুল হক ও তার ছেলে মিঠুন, কাবিল উদ্দিনের ছেলে মো. কারিম, আমানুলের ছেলে মিলু, নওশাদের ছেলে আবুল কাশেম ও লাওঘাটা গ্রামের রেহমানের ছেলে আতাউর রহমান। বাকি দু’জনের নাম-পরিচয় জানা যায়নি।

শিবগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সিরাজউদ্দিন জানান, দুর্ঘটনার পর ঘটনাস্থলেই সাতজন ও হাসপাতালে নেওয়ার পথে আরও দু’জন মারা যান।

Advertisement
Share.

Leave A Reply