fbpx

নতুন সংগীত ন্যানসির কণ্ঠে ‘এসো হে বৈশাখ’

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

পহেলা বৈশাখ মানেই রবীন্দ্রনাথ ঠাকুরের সেই কালজয়ী গান ‘এসো হে বৈশাখ’। বাংলা ভাষাভাষী শিল্পীদের পাশাপাশি বিশ্বের অন্য ভাষার শিল্পীরাও এ গানে কণ্ঠ দিয়েছেন। এবার এই গানে কণ্ঠ দিলেন বাংলাদেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী ন্যানসি। আর এই গানের মাধ্যমেই রবীন্দ্রনাথের কোনো গান প্রথমবার কণ্ঠে তুললেন এই শিল্পী।

গানটি প্রসঙ্গে ন্যানসি বিবিএসবাংলাকে বলেন, ‘আমার কোনো প্লান ছিল না গানটা করার। অনুপমের সিওও মহসিন মেহেদী গানটা রেডি করে আমাকে কণ্ঠ দিতে বললেন। গানটির কথা ও সুর ঠিক রেখে আমরা মিউজিকে কিছু পরিবর্তন আনার চেষ্টা করেছি। আশা করছি শ্রোতাদের গানটি পছন্দ হবে।’

নতুন সংগীত ন্যানসির কণ্ঠে ‘এসো হে বৈশাখ’

আজ ১৩ এপ্রিল সন্ধ্যায় এই গানের একটি মিউজিক ভিডিও অনুপমের ইউটিউব চ্যানেলে প্রকাশ হবে বলেও জানান ন্যানসি।

গানটির সংগীতায়োজন করেছেন আহমেদ রাজীব ও কলকাতার বব।

Advertisement
Share.

Leave A Reply