fbpx

নদে ভাসছে শত শত মরা মুরগি!

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

করোনা মহামারির মধ্যে ভারতের গঙ্গা নদীতে অসংখ্য মানুষের লাশ ভেসে আসার দৃশ্যের মতোই আরেকটি দৃশ্য দেখা গেল রাজশাহীর একটি নদে। সেখানে ভাসছে শত শত মরা মুরগি!

আজ মঙ্গলবার (১৮ মে) সকালে বাঘা উপজেলার আড়ানী পৌর বাজারসংলগ্ন বেইলি ব্রিজের নিচে বড়াল নদে দেখা যায়, অসংখ্য মরা মুরগি ভাসছে সেখানে।

স্থানীয়রা জানায়, ফার্মে মরে যাওয়া এই মরা মুরগিগুলো কে বা কারা রাতের আঁধারে ফেলে দিয়ে গেছে, তা কেউ বলতে পারছেন না। এগুলোর দুর্গন্ধ চারদিকে ছড়িয়ে পড়ায় আশপাশের মানুষ সেদিকে চলাচলও করতে পারছেন না। এমনকি, দুর্গন্ধের কারণে আশপাশের দোকান-পাট খুলে রাখতে কষ্ট হচ্ছে ব্যবসায়ীদের। তারা দ্রুত এর সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

এ বিষয়ে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আমিরুল ইসলাম সংবাদমাধ্যমকে বলেন, এ ধরনের মরা মুরগি পানিতে ফেলার কারণে পানির বিশুদ্ধতা কমে যায় এবং পরিবেশ নষ্ট হয়। পাশাপাশি, জনস্বাস্থ্য হুমকির মধ্যে পড়ে। তিনি ঘটনাস্থলে লোক পাঠিয়ে ব্যবস্থা নেবেন বলে নিশ্চিত করেন।

এছাড়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা পাপিয়া সুলতানাও এ বিষয়ে খোঁজখবর নিয়ে ব্যবস্থা নেবেন বলে জানান।

Advertisement
Share.

Leave A Reply