fbpx

নন-ক্যাডার উত্তীর্ণদের পছন্দক্রম শুরু, চলবে ১ জুলাই পর্যন্ত

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

আজ থেকে শুরু হয়েছে ৪০তম বিসিএসের নন-ক্যাডার পদে উত্তীর্ণদের পছন্দক্রম ফরম পূরণের কাজ। চলবে আগামী ১ জুলাই পর্যন্ত। এর আগে এ বিসিএসের ক্যাডার পদে সুপারিশের পর নীতিমালা চূড়ান্ত না হওয়ায় নন-ক্যাডারদের দেড় বছর নিয়োগ প্রক্রিয়া শুরু করতে পারেনি সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

সম্প্রতি জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে নন-ক্যাডার নীতিমালা প্রকাশের পর দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু করা হয়েছে।

সোমবার ৪০তম বিসিএসে ৪ হাজার ৪৭৮ জনকে নন-ক্যাডার পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। উত্তীর্ণদের মধ্য থেকে নন-ক্যাডারে নিয়োগের পছন্দক্রম পূরণ শুরু হয়েছে মঙ্গলবার সকাল ১০টা থেকে, চলবে ১ জুলাই রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।

একজন প্রার্থী সর্বোচ্চ ২০টি পদ পছন্দক্রমে দিতে পারবেন। ৪০তম বিসিএসে সবচেয়ে বেশি নিয়োগ দেওয়া হবে ১২তম গ্রেডে। এ গ্রেডে নিয়োগ পাবেন এক হাজার ৭২৬ জন। এ ছাড়া নবম গ্রেডে এক হাজার ৬০৪ জন, দশম গ্রেডে এক হাজার ১০৮ জন এবং ১১তম গ্রেডে ৪০ জনকে নিয়োগ দেওয়া হবে।

৪০তম বিসিএসের নন-ক্যাডার থেকে প্রাথমিকের প্রধান শিক্ষক পদে নিয়োগ দেওয়া হবে ৩৮৪ জনকে।

Advertisement
Share.

Leave A Reply