fbpx

নবম সঞ্জীব উৎসব ২০২০ এর ফেইসবুক লিংক

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

অকাল প্রয়াত শিল্পী সঞ্জীব চৌধুরীর ৫৬ তম জন্মদিন উপলক্ষে নবম ‘সঞ্জীব উৎসব’ শুরু হচ্ছে ২৫ ডিসেম্বর শুক্রবার রাত ৮টায়। করোনাভাইরাস সংক্রমণের একালে উৎসবটি অনুষ্ঠিত হচ্ছে ভার্চুয়ালি। এটি ‘সঞ্জীব উৎসব’ এর ফেইসবুক পেজ থেকে সরাসরি সম্প্রচারিত হবে।

পেইজের লিংক : https://www.facebook.com/SanjeebUtshob

এবারের উৎসবে গান ও স্মৃতিচারণায় থাকছেন- হাসান আবিদুর রেজা জুয়েল, আবিদা নাসরিন কলি, বাপ্পা মজুমদার, শেখ রানা শুভ, পারভেজ, এলিটা করিম, জয় শাহরিয়ার, সিনা হাসান ,সাহস মোস্তাফিজ ও মন , লালন মাহমুদ, ফারাবী, সুহৃত স্বাগত, তুহিন, উদয় ও গানকবি ।

অকাল প্রয়াত কবি, লেখক, গীতিকার, সংগীত শিল্পী সঞ্জীব চৌধুরীর জন্ম ১৯৬৪ সালের ২৫ ডিসেম্বর। ২০০৭ সালের ১৯ নভেম্বর মাত্র ৪২ বছর বয়সে মস্তিকে রক্তক্ষরণজনিত কারণে অ্যাপোলো হসপিটালে চিকিৎসাধীন সঞ্জীব চৌধুরী শেষ নি:শ্বাস ত্যাগ করেন।

Advertisement
Share.

Leave A Reply