fbpx

নারায়ণগঞ্জ-মুন্সীগঞ্জ নৌরুটে সি ট্রাক চালু

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

মুন্সীগঞ্জ-নারায়ণগঞ্জ নৌপথে যাত্রীদের ভোগান্তি কমাতে সি ট্রাক চালু করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ বিআইডব্লিউটিএ।

বৃহস্পতিবার দুপুরে ‘এ এস টি শহীদ আব্দুর রব সেরনিয়াবাত’ নামে সি ট্রাকটি নারায়ণগঞ্জ ঘাট থেকে ছেড়ে মুন্সীগঞ্জের উদ্দেশে রওনা দেয়।

বিআইডব্লিউটিসির চেয়ারম্যান আহমদ শামীম আল রাজী বলেন, ‘২০০ যাত্রী ধারণক্ষমতার এই যান চলবে ভোর ৬টা থেকে সন্ধ্যা পর্যন্ত। ভাড়া নির্ধারণ করা হয়েছে জনপ্রতি ৪০ টাকা। সি ট্রাকের সংখ্যা পরে বাড়ানো হবে।’

বিআইডব্লিউটিএ চেয়ারম্যান কমডোর গোলাম সাদেক জানান, ‘এই পথে এখন থেকে আর কোনো ‘সান  ডেক টাইপ’ নৌযান যাত্রী বহন করতে পারবে না।’

গত রবিবার (২০ মার্চ) বেলা ২টার দিকে শীতলক্ষ্যা নদীতে জাহাজের ধাক্কায় যাত্রীবাহী লঞ্চ ডুবে অন্তত ১০ মারা যান। নারায়ণগঞ্জ থেকে মুন্সীগঞ্জগামী সেই লঞ্চে অন্তত ৫০ জন যাত্রী ছিলেন বলে জানিয়েছে নৌপুলিশ। এই ঘটনার পর থেকে ওই রুটে লঞ্চ চলাচল বন্ধ ছিল।

এদিকে এই পথে সি ট্রাক চালু হওয়ায় যাত্রীদের মধ্যে স্বস্তি লক্ষ করা গেছে।

Advertisement
Share.

Leave A Reply