fbpx

নিউজিল্যান্ডকে ঘরের মাঠে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

ওয়ানডে ক্রিকেটে নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো নিউজিল্যান্ডকে ঘরের মাঠে হারিয়ে ইতিহাস গড়লো বাংলাদেশ। শনিবার (২৩ ডিসেম্বর) কিউইদের ৯ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়েছে টাইদাররা।

শনিবার নেপিয়ারের ম্যাকলিন পার্কে টসে জিতে স্বাগতিকদের আগে ব্যাটিংয়ে পাঠান অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। হোয়াইটা ওয়াশ এড়াতে আট ঘাট বেধেই মাঠে নেমেছিল টাইগার বোলাররা। শরিফুল-সাকিব-সৌম্যের পেস ঘূর্ণিতে মাত্র ৯৮ রানেই অলআউট হয় নিউজিল্যান্ড। তিন পেসারই নিয়েছেন তিনটি করে উইকেট। মুস্তাফিজুর রহমান পেয়েছেন একটি উইকেট।

৯৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১৫.১ ওভারে ১ উইকেট হারিয়ে জয় তুলে নেয় বাংলাদেশ। ব্যাটিং ইনিংসের সূচনা করেন সৌম্য ও এনামুল হক বিজয়। তবে বল হাতে তিন উইকেট তুলে নেওয়ার পর ব্যাট হাতে নিজের পারফরম্যান্স দেখানোর সুযোগ পাননি আগের ম্যাচে ১৬৯ রান করা সৌম্য। ১৬ বল খেলে ৪ রান করার পর চোখে সমস্যার কারণে রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়েন তিনি।

বাকি কাজটা করেছেন নাজমুল শান্ত ও বিজয়। সৌম্যর মাঠ ছাড়ার পর দ্রুত রান তুলেছেন শান্ত। জয়সূচক রানটাও এসেছে তাঁর ব্যাট থেকে। পূরণ করেছেন নিয়ের অর্ধশতকও। শান্তর অপরাজিত ৫১ ও এনামুলের ৩৭ রানে বাংলাদেশ জয় পেয়ে যায় অতি সহজে। তাতে ৯ উইকেটে নিউজিল্যান্ডের বিপক্ষে তাদের মাটিতে রঙিণ পোশাকে প্রথম জয়ের স্বাদ পেল বাংলাদেশ।

Advertisement
Share.

Leave A Reply