fbpx

নিজেকে কৃষক ভাবতে আপত্তি নেই ওমর সানীর

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

অভিনেতা ওমর সানীকে সবাই সাদা মনের মানুষ হিসেবেই জানেন। সহজ সরল এই অভিনেতা অনেক সময় সহজ স্বীকারক্তি বা মতামত ব্যক্ত করে অন্যদের বিরাগ ভাজন হন। তবে সানীকে যারা কাছ থেকে চেনেন, তারা জানেন তিনি কতটা সহজ একজন মানুষ।

শুধু অন্যরা নয়, সানী নিজেও নিজেকে সাধারণই ভাবেন। এত এত মানুষের ভালোবাসা পেয়েও মাটিতেই পা রেখেছেন সবসময়।

৭ জানুয়ারি এই অভিনেতা সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট শেয়ার করেছেন। সেখানে তাকে দেখা যাচ্ছে ছাদ বাগানে ব্যস্ত সময় পার করতে। ক্যাপশনে এই অভিনেতা লিখেছেন, ‘নিজেকে সাধারণ ভাবাটাই একজন মানুষের প্রকৃত ভাবনা। আমি নিজেকে সবসময় একজন সাধারণ মানুষ হিসেবে ভাবি। আমি অভিনেতা হয়েছি কিনা জানি না। তবে অভিনেতা হওয়ার চেষ্টা করছি। এই যে, মনে করেন আমি একজন কৃষক, ক্ষতি কি? ক্যামেরার সামনে আমি নিজেকে অতি অসাধারণ ভাবে সাজাতে চাই। আমি, অভিনয়, ডান্স, ফাইট বিভিন্ন চরিত্রে নিজেকে ভাঙ্গার চেষ্টা করি বারবার। কারণ একটাই, আমার মৃত্যুর সময় আমি কিছুই নিয়ে যেতে পারবো না এটাই বাস্তব। কারণ, আমাকে তখন অতি সাধারণ অবস্থায়ই এই পৃথিবী থেকে বিদায় নিতে হবে। তাই আমি প্রথমেই বলেছি নিজেকে সবসময় সাধারণ ভাবি এবং ভাবা উচিত। আমার মৃত্যুর পর একটাই চাওয়া রইল, আপনাদের ভালোবাসা। আর রেখে যেতে চাই আমার সৎকর্ম। মহান রাব্বুলআলামিন সবাইকে হেফাজতে রাখুক।‘

Advertisement
Share.

Leave A Reply